
নিয়োগ দুর্নীতির তদন্তে বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসোর্টের সিসিটিভির হার্ড ডিস্ক উদ্ধার করল ইডি। শান্তনুর গ্রেফতারির পর ওই হার্ড ডিস্ক লোপাট করে দিয়েছিল তাঁর সাগরেদরা। শনিবার শান্তনু ঘনিষ্ঠ আকাশ নামে এক যুবকের সাহায্যে ২টি ডার্ড ডিস্ক উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। শনিবার সকালে ইডির দল শান্তনুর রিসর্টে পৌঁছলে স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের জমি কার্যত গায়ের জোরে দখল…