
যে দু’জন শার্প শুটার রাজু ঝাকে খুন করেছিল তাদের স্কেচ আঁকতে সক্ষম হয়েছিল পুলিশ। কিন্তু গাড়ির চালকের স্কেচ আঁকা সম্ভব হয়নি। কারণ ওই গাড়ি চালক সম্পর্কে তেমন কোনও তথ্য পাননি তদন্তকারীরা। তবে পুলিশ মনে করছে, এই দু’জনের নাগাল পেলেই বাকি সবটা সামনে নিয়ে আসা সম্ভব হবে। তাই এই দু’জন শার্প শুটারের স্কেচ সংক্রান্ত কাগজই এখন…