
অত্যন্ত কম সময়ের মধ্য়ে জাতীয় পার্টির তকমা পেয়েছে আপ। ভারতের রাজনীতির ইতিহাসে এককথায় বড় সাফল্য। এনিয়ে পার্টি কর্মীদের উৎসাহ দিলেন কেরজিওয়াল। তিনি বলেন, এটা মিরাক্যালের থেকে কম কিছু নয়। আপ সমর্থকদের এভাবেই উৎসাহ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছেন, বর্তমানে গোটা দেশের কোটি কোটি মানুষের আশা এখন আম আদমি পার্টির উপর। জনতা আমাদের উপর বড় দায়িত্ব…