
বালুরঘাটে বিজেপি থেকে তৃণমূলে ফিরতে আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর ঘটনাকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দার। তাঁর যুক্তি দলের নির্দেশেই দণ্ডি কাটানো হয়েছে ৩ আদিবাসী মহিলাকে। এক ভিডিয়ো বার্তায় এই দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের মতো আদিবাসীদের হিতাকাঙ্খী ভূভারতে আর নেই। ভিডিয়ো বার্তায় আফরিন আলি দাবি…