
⦾ এখন নিউক্লিয়ার ফ্যামিলির যুগ। পরিবারে সদস্যসংখ্যা অনেক কমেছে। আগেকার দিনের মতো ভাইবোনের সংখ্যা অনেক নয় কোনও পরিবারেই। এখন দুটি সন্তানের বেশি সন্তান নিতে চান না বাবা-মায়েরা। ফলে, পিঠোপিঠি ভাই-বোনের সেই যুগ আর নেই। কিন্তু ছোটবেলায় বাবা-মায়ের বা বাড়ির বড়দের অনুপস্থিতিতে যখন দুই বোন বা দুই ভাই বা ভাই-বোন মিলে খেলাধুলো করতে গিয়ে কেউ যদি…