
⦾ কখনও টয়লেটে ধূমপান, কখনও সহযাত্রীর গায়ে প্রস্রাব, বিমানে একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) দুর্ঘটনা। এক যাত্রীর অভব্য আচরণের জন্য তাঁকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল। তবে নামাবার জন্য ফিরতে হল দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান আজ সোমবার, সকাল ৬টা ৩৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA)…