
নান্টু হাজরা । অয়ন ঘোষাল: লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগন্যালে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ তিন জনের। সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। একই সঙ্গে ধাক্কা মারে একটি বাইকেও। ওই প্রাইভেট গাড়িটিতে এক মহিলা সহ চার জন ছিল। বাইকে ছিল দুজন এমনটাই পুলিস সূত্রে খবর। ফের রাতের শহরে…