৩০ শে মার্চ মুক্তি পেতে চলেছে অজয় দেবগন অভিনীত থ্রিডি ছবি ‘ভোলা’। ছবি মুক্তির আগেই একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন অভিনেতা। সেখানেই অন্যান্যদের ভিড়ে দেখা যায় অজয়ের মা বীণা, স্ত্রী কাজল, কাজলের মা তনুজা এবং ছেলে যুগকে। কেমন লাগল অজয়ের নতুন থ্রিডি ছবি? স্ক্রিনিংয়ের পর বেরিয়ে এসেই সিনেমার নামের দিয়ে স্ট্যাটাস শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম…

