
‘বারোটায় অফিস আসি দুটোয় টিফিন। তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দিধায়…।’ কী লিরিক্সটা চেনা চেনা লাগল? একদমই ঠিক ধরেছেন নচিকেতা চক্রবর্তীর সরকারি কর্মচারী গানটির লিরিক্স। আর এই গানই দেখতে দেখতে ২৫ বছর পার করে ফেলল। কম চর্চা হয়নি এই গান নিয়ে। বারবার গায়কের একাধিক গানের তালিকার মধ্যে এটি নানা কারণে চর্চিত…