টলি পাড়ার অন্যতম চর্চিত এবং আদর্শ জুটিদের একটি হল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। ওই আর কি যাঁদের পাওয়ার কাপল বলে। তাঁদের সম্পর্কের সূচনা আজ নয়। বহুদিন আগে। সেই সম্পর্কের বয়স দেখতে দেখতে এক যুগ পার করে ফেলেছে। এই সময়ের মধ্যে তাঁরা তাঁদের সম্পর্কের নানা চড়াই উতরাই দেখেছেন। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি একাধিক বার…

