
শুভব্রত মুখার্জি: ২০২১ সালের নভেম্বর মাসে, চিনের কমিউনিস্ট পার্টির এক নেতার বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন টেনিস তারকা পেঙ্গ সুআই। সোশ্যাল মিডিয়াতে এই অভিযোগ করেন তিনি। এরপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পেঙ্গ সুআইয়ের সমর্থনে আসরে নামেন সেরেনা উইলিয়ামস থেকে নোভাক জকোভিচের মতন তারকারা। ফলে চাপে পড়ে চিন থেকে সমস্ত প্রতিযোগিতা সরিয়ে নিতে বাধ্য…