
অবশেষে ইসলামাবাদ প্রশাসন হিন্দু বিবাহ আইনকে কার্যকরী করার উদ্যোগ নিল। পাকিস্তানের মাটিতে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। পাকিস্তানে সংখ্য়ালঘু হিন্দুরা যাতে তাদের রীতি মেনে বিবাহ করতে পারেন তার সুযোগ এবার মিলবে। পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রের খবর, পঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বালোচিস্তানে হিন্দু ম্যারেজ অ্য়াক্ট ২০১৭ কার্যকরী করা হবে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি প্রশাসনের…