
রয়্যাল বেঙ্গল টাইগার মেরে সেই চামড়া বাংলাদেশে পাচার করে মোটা অঙ্কের টাকা আদায়ের ছক কষেছিল কয়েকজন। সেই বাঘের চামড়া–সহ নখ, দাঁতও উদ্ধার করা হয়েছে। আনুমানিক প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকার বাঘের ছাল–সহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। তবে দুটি কালো সিংও উদ্ধার করল শুল্ক দফতর। ব্যাগের মধ্যে রয়াল বেঙ্গল টাইগারের ছাল দেখে চোখ কপালে…