
হঠাৎ কী হল কঙ্গনার! ‘কুইন’ কী প্রেমে পড়েছেন? সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন মির্জা গালিবের রোম্যান্টিক শায়েরী। আর তাতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। নেটপাড়ার বাসিন্দাদের একাংশের কৌতুহলী প্রশ্ন কঙ্গনা কি প্রেম করছেন? কিন্তু কী এমন লিখেছেন কঙ্গনা? কঙ্গনা মির্জা গালিবের শায়েরীর লাইন তুলে লিখেছেন, ‘ইশক ও আতিশ হ্যায় গালিব জো…