
এটিকে-মোহনবাগানের মাঝমাঠের ভরসা জনি কাউকো চোট পেয়ে ছিটকে যাওয়ায় কার্যত চাপের মুখে পড়েছিল সবুজ-মেরুন শিবির। সুস্থ হওয়ার জন্য তিনি ফিনল্যান্ডে ফিরে গেলেও তাঁর অবদান ভোলেনি এটিকে-মোহনবাগান। ফিনল্যান্ডের তারকাকে বিশেষ সম্মান জানাতে ফিনল্যান্ড থেকে গোয়া উড়িয়ে আনার পরিকল্পনা নিয়েছে টিম এটিকে মোহনবাদান। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের ফাইনালে নামার আগে জনিকে গোয়া নিয়ে আসতে চান এটিকে মোহনবাগানের…