
জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পশ্চিমবঙ্গে ‘বহিরাগত’-রা ঢুকে যাতে অশান্তি পাকাতে না পারে, সেজন্য কি এনআরসির (প্রকৃত ভারতীয়দের পঞ্জিকা) মতো ব্যবস্থার সওয়াল করলেন রাজ্য তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য? তাঁর নয়া দাওয়াইয়ের পর এমনই প্রশ্ন উঠছে। যদিও সরকারি বা প্রশাসনিক স্তরে নয়, আমজনতার কোর্টে সেই দাওয়াইয়ের বল ঠেলেছেন দেবাংশু।…