
শুভব্রত মুখার্জি: গত বছরেই ডোপ টেস্টে ফেল করেছিলেন ভারোত্তোলক সঞ্জিতা চানু। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডার তরফে এই ডোপ টেস্ট করা হয়েছিল। তাতেই ব্যর্থ হয়েছিলেন তিনি। আর সেই কারণেই এবার তাঁর উপর নেমে এল শাস্তির খাঁড়া। চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়লেন সঞ্জিতা চানু। দুবারের কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়নের উপর নেমে এল শাস্তির খাঁড়া। অ্যানাবোলিক স্টেরয়েড…