
⦾ একে-একে নিবিছে দেউটির মতো আফগানিস্তানে মেয়েদের মুখের উপর একে-একে বন্ধ হয়ে যাচ্ছে দরজা। এবার বন্ধ হল রেস্তোরাঁর দরজা। আফগানিস্তানের হেরাত প্রদেশে বাগান ও খোলা সবুজ জায়গায় অবস্থিত রেস্তোরাঁয় মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল তালিবান। ধর্মীয় নেতারা এ ধরনের জায়গায় নারীপুরুষের খোলামেলা মেলামেশা নিয়ে অভিযোগ তোলার পরে এই সিদ্ধান্তে আসে তালিবান। কেন এই বিধিনিষেধ? জানা…