
⦾ বিধানসভায় বসেই নীলছবিতে মগ্ন বিজেপি বিধায়ক। বিধানসভায় তখন রাজ্য বাজেটের বিভিন্ন ইস্যুর উপর আলোচনা চলছিল। তখনই বিজেপি বিধায়ক নিজের মোবাইল ফোনে নীলছবি দেখতে মগ্ন থাকেন। এমনই এক ভিডিয়ো সামনে এসেছে। যা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই বিজেপি বিধায়কের নাম যাদব লাল নাথ। ত্রিপুরা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। বিধায়কের বিধানসভায় বসে…