
রণয় তেওয়ারি: বিধ্বংসী আগুনে ভষ্মীভূত বাঁশদ্রোণীর এক কাঠের গোডাউন। সেই আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল। আগুন ছড়াচ্ছে পাশের বহুতলেও। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন ও মন্ত্রী অরূপ বিশ্বাস। আরও পড়ুন-শাহী সূচি, নববর্ষে দক্ষিণেশ্বরে পুজো দেবেন অমিত! মঙ্গলবার গড়িয়ার ব্রহ্মপুরে বাঁশদ্রোনীর ওই কাঠের গুদামে আগুন লেগে যায়। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। পরে আসে…