
টসের আগে পর্যন্ত ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি কিছু। তবে আমদাবাদে নীতিশ রানার সঙ্গে রশিদ খানকে গুজরাটের হয়ে টস করতে নামতে দেখে চমকে যান সকলে। সেই সঙ্গে গুজরাট সমর্থকদের শিরদাঁড়ায় বয়ে যায় আতঙ্কের চোরা স্রোত। তবে কি চোটের কবলে পড়লেন পান্ডিয়া? রশিদ টস করতে নামা মাত্রই এটা স্পষ্ট হয়ে যায় যে রবিবার কেকেআরের বিরুদ্ধে খেলছেন না…