বাম আমলে ফরওয়ার্ড ব্লকের নেতা হিসাবে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে নিশানা করে বিতর্কে জড়াতেন উদয়ন গুহ। আর এখন তিনি তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে তিনি নিশানাটা বদলে ফেলেছেন। এখন তাঁর নিশানায় বাম ও বিজেপি। পঞ্চায়েত ভোটের মুখে এবার উদয়ন গুহ দিনহাটার বুকে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধীদের। কার্যত বিরোধী শূন্য় করার হুঁশিয়ারি। একজনও বিরোধী যাতে দাঁড়াতে…

