
সম্প্রতি আদানি ইস্যুতে বিজেপির সুরেই কথা বলতে শোনা গিয়েছিল শরদ পাওয়ারকে। এরপরই এনসিপি সুপ্রিমোকে তীব্র ভাষায় আক্রমণ শানান কংগ্রেস নেত্রী অল্কা লম্বা। তিনি শরদ পাওয়ারকে ‘লোভী’ আখ্যা দেন। সঙ্গে আদানি ও শরদের একটি পুরোনো ছবি পোস্ট করেন টুইটারে। টুইট বার্তায় কংগ্রেস নেত্রী লেখেন, ‘ভীতু-লোভীরা আজ ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতাবানদের জয়গান গাইছে। দেশের মানুষের লড়াই একা…