হিমাচল প্রদেশের স্বপ্নসুন্দর এলাকা কেলংয়ে অনেকেই বেড়াতে গিয়েছেন। এবার সেই কেলংয়ের গ্রামের পঞ্চায়েতের তরফেই নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাকায় কোনও উৎসব অনুষ্ঠানে বা বিয়ে উপলক্ষ্যে বিয়ার পান করা যাবে না। হিমাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত লাহুল স্পিতি জেলার এই গ্রামে এমন নির্দেশ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েতের প্রধান সোনাম জাংপো জানিয়েছেন, রবিবার সকলে মিলে সমবেত সিদ্ধান্ত…

