
পুরোনো মান-অভিমানের পালা ভুলে ফের এক হলেন কার্তিক আরিয়ান ও করণ জোহর। ধর্মা প্রোডাকশনের ‘দোস্তানা ২’ থেকে কার্তিককে বার করে দেওয়ার প্রায় দু-বছর পর ফের অভিনেতার সঙ্গে বৈঠকে বসলেন ধর্মা কর্ণধার। আসলে বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত তারকা কার্তিক। চোখ বন্ধ করে প্রযোজকরা ভরসা রাখেন এই তরুণ তুর্কির উপর। ‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর কেরিয়ারের…