
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আনখোনা গ্রাম থেকে উদ্ধার হল ব্যাগ বোঝাই বোমা। শনিবার মাঝরাতে দিঘির পাড় থেকে ব্যাগ বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। দুটি ব্যাগে ১০টি বোমার মধ্যে ৪টি সকেট এবং ৬টি সুতলি বোমা ছিল বলে খবর। কয়েকদিন আগে আনখোনা গ্রাম থেকে দুষ্কৃতী কালু শেখকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয়। কোথা থেকে এত…