
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ মেয়াদী আমানত করার অফার আরও কিছুদিনের জন্য বাড়াল SBI। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘SBI উইকেয়ার FD’ করার জন্য আরও বেশ কিছুদিন সুযোগ পাবেন। SBI তাদের এই WECARE নামের সিনিয়র সিটিজেনস টার্ম ডিপোজিট প্রকল্পটি ২০২০ সালের মে মাসে চালু করেছিল। প্রথমে ঠিক ছিল ১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্তই সেই স্কিমে টাকা রাখা যাবে।…