
খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ‘পলাতক’ ঘোষণা করেছে পুলিশ। তবে নিজের ছেরে কোনও ভুল দেখছেন না অমৃতপালের বাবা। ছেলের পক্ষে সওয়াল করে ‘ওয়ারিস পাঞ্জাব দে’ গোষ্ঠীর নেতা অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং বলেন, ‘আমার ছেলে অমৃতপাল যখন একটা অনুষ্ঠানে যাচ্ছিল, তখন পুলিশ তাঁর পিছু নেয়। পুলিশ কেন আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে? এই ধরনের কাজ না…