
ছোট্ট মালতী মেরির প্রথম ইস্টার। সেই সেলিব্রেশনেরই কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায় তাঁর ছোট্ট মেয়ে যে টি-শার্ট পরেছে, সেটিতেও লেখা ‘মালতী মেরি-র প্রথম ইস্টার’। সঙ্গে ইস্টার ডিম নিয়েও খেলতে দেখা যায় মালতীকে। ক্যাপশানে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন ‘ইস্টার সানডে’। সঙ্গে বেশকয়েকটি ইমোজি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। মালতীর…