
সদ্য সাংসদপদ খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপর তাঁকে সাংসদের বাংলো ছেড়ে দেওয়ারও নোটিস দেওয়া হয়। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন অযোধ্যার পুরোহিত। অযোধ্যার হনুমানগাড়হি মন্দিরের মহান্ত রাহুল গান্ধীকে হনুমানগাড়হি মন্দিরে এসে থাকার জন্য আমন্ত্রণ জানান। সদ্য রাহুল গান্ধীকে এই বাংলো ছেড়ে দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়। কারণ, লোকসভার সাংসদ পদ তাঁর খারিজ হয়েছে।…