
ফের সমালোচনার মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের ভিতর তাঁর ব্যবহারের জন্য ফের কাঠগড়ায় উঠতে হল তাঁকে। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের। কাপ জয়ের জন্য রোনান্ডোদের প্রধান প্রতিপক্ষ আল ইত্তিহাদ। তাদের বিরুদ্ধে ১-০ হারে ক্রিশ্চিয়ানো রোনান্ডের দল। তারপরই বিতর্কে জড়ান সিআর সেভেন। যেখানে রোনাল্ডো আছেন সেখানে বিতর্ক হবে না, তা হতেই পারে…