
সৌদি প্রো লিগে আল আদালাহর বিরুদ্ধে ০-৫ গোলে জিতল আল নাসের। বিপক্ষ দলকে কোনও রকম সুযোগই দেয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। আল আদালাহর বিরুদ্ধে রোনাল্ডোকে সামনে রেখে ১-৪-১-৪ ফর্মেশনে দল নামায় আল নাসের। আল আদালাহ ঠিক একই রকম ভাবে রোনাল্ডোদের আটকাতে দল সাজান। তারা ৪-৪-১-১ ফর্মেশনে সাজায়। তবে দুই দলই শুরুতে সেই ভাবে কিছু করতে পারেনি।…