
বিখ্যাত সংবাদসংস্থা BBC-কে ‘সরকারি সাহায্যপ্রাপ্ত’-এর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করল টুইটার। শুধু BBC-ই নয়। PBS, NPR ও ভয়েস অফ আমেরিকার মতো বেশ কিছু সংস্থাকে এই তালিকাভুক্ত করা হয়েছে। আর তার জেরেই বেজায় সমালোচনা, বিতর্কের সূচনা হয়েছে। ব্রিটিশ সংবাদসংস্থা BBC টুইটারের এই কাজের বিরুদ্ধে সরব হয়েছে। ⦾ Twitter Logo Change: সরে গেল টুইটারের নীল পাখির লোগো, বদলে Doge…