
শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার করার দুর্নীতি নিয়ে সিবিআই আইনজীবীরা এখন প্রায়ই আদালতে ভর্ৎসিত হচ্ছেন। তদন্তের গতিতে খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। এই আবহে বাড়ছে সিবিআইয়ের সিটের অফিসারের সংখ্যা। কলকাতার সিবিআই দফতরে এবার পাঠানো হচ্ছে সাতজন দুঁদে অফিসারকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই অফিসাররা বলে খবর। এঁদের মধ্যে রয়েছেন একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন…