
ভারত যে ভাবে টেস্ট সিরিজে পিচের গোলধাঁধায় ফেলেছিল অস্ট্রেলিয়াকে, সে রকমই কৌশল অবলম্বন করেছে গুজরাট টাইটান্স। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দু’ধরনের পিচ রয়েছে। কালো মাটির লাল মাটির। কোন উইকেটে খেলা হবে, জানা নেই কলকাতা নাইট রাইডার্সের। স্বভাবতই আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে সমস্যায় পড়েছে কেকেআর। আসলে লাল মাটির উইকেটে বলের বাউন্স অনেক বেশি হয়।…