
সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের কাজকর্ম নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আবার রাজ্য পুলিশ বিবৃতি দিয়েছিল, আইনশৃঙ্খলার কাজের দায়িত্বে রাখা হয় না সিভিক ভলান্টিয়ারদের। তাঁরা ট্র্যাফিক সামলান, আসামি ধরেন, তদন্তে সহযোগিতা করেন। কিন্তু অভিযোগ উঠেছে, অনেকে দালালের মতো কাজ করেন। অসহায়কে সাহায্য করতে টাকাকড়ি নেন। আবার কারও কারও জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ –কে বলে কেস হালকা করে…