
‘বালিঝড়’ নিয়ে তুলকালাম কাণ্ড! মাত্র দু-মাসে এই মেগার গতিরোধ হচ্ছে তার বড়সড় ইঙ্গিত মিলেছে তৃণা সাহার পোস্টে। ‘রামপ্রসাদ’-এর স্লট ঘোষণার পর লম্বা সময় পার হলেও এখনও ‘বালিঝড়’-এর নতুন স্লট ঘোষণা করেনি স্টার জলসা। হাতে আর মাত্র পাঁচটা দিন। সূত্র বলছে, বড় অঘটন না ঘটলে আগামী ১৬ই এপ্রিল সন্ধ্যা ৬টাতেই শেষবার ঝোড়া, মহার্ঘ্যদের পর্দায় দেখবে দর্শক।…