
এর আগে রাহুল গান্ধীর ‘আমি সাভারকর নই’ মন্তব্যের বিরোধিতা করেছিলেন কংগ্রেসের জোটসঙ্গী উদ্ধব ঠাকরে। আর গতকাল এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদানি ইস্যুতে কংগ্রেসের উলটো সুর শোনা গেল শরদ পাওয়ারের গলায়। এই আবহে এবার কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি। বিজেপি বলে, ‘রাহুল গান্ধী বিভ্রান্তিকর সব দাবি একে একে খারিজ করছে কংগ্রেসেরই শরিক দলগুলি।’ এই বিষয়ে…