Tag: হরিণের

এবার হরিণের শিং ও তক্ষক উদ্ধার করল বন দফতর। ভুটান থেকে চীনে সেগুলিকে পাচার করার আগে বন দফতরের তৎপরতায় উদ্ধার হয় হরিণের শিং এবং তক্ষক। একদিন আগেই হাতির বহুমূল্যবান দাঁত উদ্ধার করেছিল বন দফতর। আবার আজ, মঙ্গলবার বড় সাফল্য পেল বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম বনদফতর। বনদফতরের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায়। তার ভিত্তিতে অভিযান চালিয়ে…