
অভিনেতা, ফিটনেস ফ্রিক গৌরব চট্টোপাধ্যায়কে অনেকেই চেনেন। তিনি যে এমন রাঁধতে পারেন, তা কি জানতেন? রবিবার ছুটির দিন চিংড়ি রাধলেম উত্তমকুমারের নাতি। হাতা, খুন্তি নিয়ে রান্নাবান্নার ভিডিয়ো নিজেই ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন গৌরব চট্টোপাধ্যায়। রান্নাটা কি স্ত্রী দেবলীনার জন্য স্পেশাল! জানতে আগ্রহী নেটপাড়ার বাসিন্দারা। গৌরব যে ভিডিয়োটি ইনস্টাস্টোরিতে দিয়েছেন, তাতে তাঁকে নন স্টিক কড়াইতে চিংড়িগুলো হালকা…