
গার্গী রায়: ৩১ মার্চ শুক্রবার কালচারাল সেন্টার খুলেছে রিলায়েন্স। মূলত ভারতীয় শিল্প-সংস্কৃতিকে ফুটিয়ে তুলবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। এনএমএসিসি (NMACC) কেন্দ্রটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে জিও (Jio) ওয়ার্ল্ড সেন্টারের মধ্যে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন। লঞ্চের অনুষ্ঠানে আসা সেলিব্রিটিদের বিশাল ভারতীয় পঞ্চব্যঞ্জনের থালি পরিবেশন করা হয়েছিল। শুধু তাই নয়, অতিথিদের…