
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চমকে দেওয়ার মতো ঘটনা। পাড়ার ম্যাচে নো বল দেওয়ার জন্য প্রাণ গেল আম্পায়ারের। ওই ঘটনায় একনকে গ্রেফতার করা হয়েছে বটে কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। রবিবার ওই ঘটনা ঘটেছে ওড়িশার কটকে। নিহত আম্পায়ারের নাম লাকি রাউত(২২)। আরও পড়ুন-দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে, বৃষ্টি নিয়ে কী বলল হাওয়া অফিস?…