
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের রাস্তায় তীব্র গতিতে ছুটে চলছে একটি বাইক। সেটি চালাচ্ছে এক যুবক। তার সামনে বসে এক যুবতী। পেছনে আরও এক যুবতী। প্রবল গতিতে চলা ওই বাইকের সামনের চাকা উঠে যাচ্ছে রাস্তা থেকে উপরে। প্রবল উল্লাসে মেতে তিন জন। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বা ক্ষণিকের গতির নেশায় মানুষ কী করতে…