
⦾ মধ্য প্রদেশের আদালতের অদ্ভুত এক রায়ের ঘটনা নেটপাড়ায় এখন চর্চায় বিষয় হয়ে উঠেছে। দুই স্ত্রীর মধ্যে স্বামীকে ভাগ করে দিয়েছে আদালত। সপ্তাহে তিন দিন প্রথম স্ত্রীর কাছে ও পরের তিন দিন দ্বিতীয় স্ত্রীর কাছে থাকতে পারবেন পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি আর রবিবার ছুটি। মধ্য প্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ার ২০১৮ সালে বিবাহ করেন…