
⦾ এবার নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে স্ক্যানারে টলি অভিনেতা। বৃহস্পতিবারই অভিনেতা-প্রযোজক বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । সকাল সাড়ে দশটা নাগাদ ইডির দফতরে যান অভিনেতা। কুন্তলের ব্যাঙ্কের নথিতে পাওয়া গিয়েছে বনির নাম। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে চাঞ্চল্যকর দাবি। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে…