মূল্যবৃদ্ধির যুগে অনেকেই বিদ্যুতের বিল নিয়ে হিমসিম খাচ্ছেন। একে সংসারের হাজারো খরচ। তার উপর মোটা টাকার বিল। গরমকাল আসছে। এবার সারাদিন ফ্যান, ফ্রিজ চলবে। এসি থাকলে তো কথাই নেই। ফলে মোটা টাকার বিলও আসবে। কেউ কেউ এমন পর্যায়ে সৌরবিদ্যুত বসানোর কথাও ভাবছেন।
কিন্তু পুরোদমে বাড়ি জুড়ে সৌরবিদ্যুত্ সেটআপ করা মুখের কথা নয়। সে অনেক টাকার ধাক্কা। ফলে মধ্যবিত্তের পক্ষে তা করা কঠিন। এমন পর্যায়ে আপনার বন্ধু হতে পারে সৌরচালিত LED বাল্ব। ⦾ রোজ রাতে এই ভুলটা করছেন না তো?
প্রযুক্তি পুরনোই
না, এটা কোনও সংস্থার বিজ্ঞাপন নয়। আসলে সময়ের সঙ্গে অনেকে নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছেন। সোলার বাল্ব, লন্ঠনের প্রযুক্তি যদিও নতুন নয়। গ্রামবাংলার মানুষ এর সঙ্গে খুব ভাল করেই পরিচিত। অনেকেই সোলার হ্যাজাকের আলোয় পড়াশোনা করেছেন। দিনের বেলা সেই ল্যাম্প বাড়ির উঠোনে বা ছাদে চার্জ দেন।
কিন্তু আগে তাতে CFL বা সাধারণ বাল্বই ব্যবহার করা হত। তাতে দ্রুত বিদ্যুত্ খরচ হয়ে যেত। আবার আলোও তুলনামূলকভাবে কম। বর্তমানে LED ব্যবহার করায় সেই সমস্যা দূর হয়েছে।
তাছাড়া এখন ঘরের ভিতরের থেকেও বাইরের বারান্দা, উঠোন, খামারের জন্য আলোর ব্যবস্থা চান অনেকে। তাঁদের জন্য আউটডোর সোলার বাল্ব কাজে লাগতে পারে। আবার যাঁরা খালি ঘরের টুকটাক কাজের জন্যই চান, তাঁদের জন্যও অপশন রয়েছে।
সোলার LED-তে একটি ব্যাটারি থাকে। এটি সোলার প্যানেল ইউনিট দ্বারা চার্জ হয়। সারাদিন যেন সরাসরি রোদ পায়।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।