Technology

HBO-র অনুষ্ঠান দেখানো বন্ধ করছে Disney+Hotstar! কোন কোন শো তালিকায়?

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 08 Mar 2023, 08:26 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

অভিরূপ চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে এই বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, কেন তাঁর এক পছন্দের শোয়ের শেষ সিজন দেখা যাচ্ছে না। কোনও স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা জানতে চান।

1/6ভারতে HBO-র কনটেন্ট দেখার জন্য Disney+Hotstar-ই ভরসা বহু দর্শকের। কিন্তু  এবার সেই HBO কনটেন্ট স্ট্রিম করাই বন্ধ হয়ে যাচ্ছে এই অ্যাপে। আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে। ফাইল ছবি: ডিজনি প্লাস হটস্টার (Disney+Hotstar)2/6অভিরূপ চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে এই বিষয়ে জানতে চান।  তিনি প্রশ্ন করেন, কেন তাঁর এক পছন্দের শোয়ের শেষ সিজন দেখা যাচ্ছে না।  কোনও স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা জানতে চান।    ফাইল ছবি: এএফপি (Disney+Hotstar)3/6এর উত্তরে টুইটারেই রিপ্লাই পান তিনি। @hotstar_helps থেকে তাঁকে জানানো হয়,  ৩১ মার্চ থেকে HBO-র কনটেন্ট স্ট্রিম করা বন্ধ হয়ে যাচ্ছে।  ফাইল ছবি: এপি (Disney+Hotstar)4/6এর পাশাপাশি এই অফিসিয়াল কাস্টমার কেয়ার হ্যান্ডেল জানায়, HBO-র কনটেন্ট  বাদ গেলেও প্রায় ১ লক্ষ ঘণ্টা টিভি শো ও সিনেমা রয়েছে তাদের ভাণ্ডারে। তবে  তাতে চিঁড়ে ভেজেনি।  ফাইল ছবি: টুইটার (Disney+Hotstar)5/6অনেকেই টুইটের রিপ্লাইতে এই নিয়ে মুখ খোলেন। কেউ কেউ দাবি করেন,  সাবস্ক্রিপশন রিনিউ বা সদ্য বার্ষিক সাবস্ক্রিপশন নিয়েছিলেন। HBO-র কনটেন্ট না  থাকায় তাঁদের টাকা ‘রিফান্ড’ করার দাবি করেছেন এই সাবস্ক্রাইবাররা।   ফাইল ছবি: টুইটার (Disney+Hotstar)6/6কোন কোন শো দেখতে পারবেন না, তা দেখে নিন। (Disney+Hotstar)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।