এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > টেকটক > Maruti Alto K10 Offer: মধ্যবিত্তের গাড়ির সাধপূরণ! অল্টোয় ধামাকা অফার মারুতির Updated: 09 Mar 2023, 05:42 PM IST Soumick Majumdar
শেয়ার করুন
1/6Maruti Suzuki ২০২৩ সালের মার্চে তার বেশ কিছু গাড়িতে দুর্দান্ত ছাড় দিচ্ছে। গত বছর থেকেই ক্রেতা টানতে এমন নানা অফার দিচ্ছে সংস্থা। এন্ট্রি লেভেল Alto K10-এর মতো গাড়িতেও রয়েছে অফার। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (PTI)2/6এমনিতেই মারুতির এই নতুন অল্টো বাজারে আসার সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন ডিজাইনের এই K10 মডেলটি ভারতের অন্যতম সেরা বিক্রি হওয়া গাড়ি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)3/6পুরনো একঘেয়ে অল্টোর লুক কাটিয়ে K10-এ অনেক বেশি ফ্রেশ লুক আনা হয়েছে। যার কারণে শৌখিন ব্যক্তি, বা নতুন প্রজন্মকেও টানতে সফল হয়েছে মারুতি। ফাইল ছবি: পিটিআই (PTI)4/6অল্টো কে-টেন-এ ছাড়: Alto K10-এ মারুতি ৩০,০০০ টাকার কনজিউমার অফার এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এছাড়াও ৪০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে। সব মিলিয়ে এই এন্ট্কি লেভেল গাড়িতে প্রায় ৪৯,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। ছবি-পিটিআই (PTI)5/6Alto K10 ম্যানুয়াল ভেরিয়েন্টে ২৪.৩৯ kmpl এবং অটোম্যাটিক ভেরিয়েন্টে ২৪.৯০ kmpl মাইলেজ পাবেন। এমনটাই দাবি মারুতি সুজুকির। ছবি-পিটিআই (PTI)6/6ফলে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে অল্টো কেটেন-এর কথা মাথায় রাখতেই পারেন। এই সেগমেন্ট অন্য অপশনগুলি হল হুন্ডাই i10, রেনল্ট কুইড এবং Datsun গো। ফাইল ছবি : হুন্ডাই (PTI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।