Technology

Samsung-এর ফোনে সত্যিই চাঁদের এত ভাল জুম হয়?

স্যামসাংয়ের ‘আল্ট্রা’ সিরিজের স্মার্টফোনের অন্যতম ফিচার হল জুম ক্যামেরা। অনেক দূরের ছবিও একেবারে স্পষ্ট আসে এই ফোনে। Samsung Galaxy S23 Ultra-এ ‘স্পেস জুম’ বলে একটি ফিচারও রয়েছে। তাতে নাকি চাঁদের ছবিও একেবারে সুস্পষ্ট এসে যাবে বলে দাবি সংস্থার। এদিকে এক রেডিট ব্যবহারকারীর দাবি, ‘পুরোটাই মিথ্যা!’ তাঁর মতে, ক্যামেরায় আসল ছবিটা আবছা-ই আসে। সফটওয়্যারে AI-তে প্রসেস হয়ে ছবিটা নিখুঁত মনে হয়। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চাঁদের গহ্বরগুলি বসিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি ওই রেডিট ব্যবহারকারীর। তাঁর মতে, এখনই এই বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত্। ⦾ স্যামসাং থেকে ওপো, সাধ্যের মধ্যেই এই ৫ স্মার্টফোন

‘অনেকেই S20 আল্ট্রার লেটেস্ট জুম লেন্স দিয়ে তোলা চাঁদের ছবি দেখে অবাক হয়েছেন। কিন্তু আমার তার সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ছবিগুলো বড্ড বেশি নিখুঁত। ছবিগুলি একেবারে ভুয়ো, তা বলছি না। তবে সম্পূর্ণরূপে আসল, এমনটাও নয়,’ ibreakphotos নামের সেই Reddit ব্যবহারকারী তাঁর পোস্টে এই কথা লিখেছেন।

তিনি বলেন, পরীক্ষা করার জন্য ইন্টারনেট থেকে চাঁদের একটি হাই-রেজোলিউশনের ছবি ডাউনলোড করেন। সেটাকে 170×170 পিক্সেলে ছোট করেন। তারপর তিনি একটি গাউসিয়ান ব্লার দেন(ফটোশপে ছবি ব্লার করার ফিল্টার)। তাতে ছবিটা আবছা হয়ে যায়। এরপর তিনি একটি কম্পিউটার মনিটরে ছবিটি ফুল-স্ক্রিন করেন। এরপর ঘর অন্ধকার করে দূরে গিয়ে দাঁড়ান। এরপর স্যামসাংয়ের ফোনে সেই স্পেস জুম ব্যবহার করে চাঁদের ছবি তোলেন।

তাতেই তাজ্জব কাণ্ড হয়। দেখা যায়, সেই ব্লার করা ছবিই একেবারে ঝকঝকে হয়ে এসেছে স্যামসাংয়ের ফোনে! যেখানে আসল ছবিটাই ব্লার করা, সেখানে ফোনে কীভাবে এত স্পষ্ট ছবি এল? প্রশ্ন তুলেছেন তিনি।



<p>ছবি: রেডিট</p>
<p>” src=”https://images.hindustantimes.com/bangla/stati/images/static/1x1_img.gif” /></p>
<p>ছবি: রেডিট</p>
<p> (Reddit)  </p>
<p>তাঁর মতে, এটাই AI-এর খেলা। অর্থাত্, ক্যামেরার লেন্সে ছবিটা ঝাপসা-ই আসছে। কিন্তু ছবিটা প্রসেসিংয়ের সময়ে সফটওয়্যারে তাতে চাঁদের ‘কলঙ্ক’গুলি বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাত্, এটি যত না ক্যামেরার হার্ডওয়্যারের কামাল, তার চেয়েও বেশি সফটওয়্যারের কারিকুরি।</p>
<p>তাঁর ধারণা, সম্ভবত এই AI মডেলে চাঁদের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ফিড করানো আছে। তাতে আবছা ছবিটা দেখেই AI আসল চাঁদের গহ্বরগুলি বসিয়ে দিচ্ছে।</p>
<p>‘স্যামসাংয়ের চাঁদের ছবি নকল’, দাবি করেছেন তিনি। তাঁর মতে, ‘স্যামসাং-এর এই প্রচার/বিজ্ঞাপন প্রতারণামূলক’। ‘এতে AI-ই বেশিরভাগ কাজ করে, অপটিক্স নয়। অপটিক্সে আপনি যে ডিটেলস পাবেন, তাতে এটা কখনই সম্ভব নয়।’</p>
<p>আপনার এই বিষয়ে কী মতামত? AI-এর মাধ্যমে মানুষের স্কিন টোন সু্ন্দর করা, ব্যাকগ্রাউন্ড ব্লার করার ফিচার এখন বেশ কমন ব্যাপার। কিন্তু এই চাঁদের ছবির ব্যাপারটা কি বাড়াবাড়ি হয়ে গেল? জানান আপনার মতামত। ⦾ Flipkart-এ Republic Day সেল শুরু! দারুণ ছাড় পাবেন এই ৫ স্মার্টফোনে, কমেছে দাম</p>
<p><i>এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক </i><i>https://htipad.onelink.me/277p/p7me4aup</i></p>
<p>  <small>এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর <a href=উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।