উত্তর ভারতের রাজ্যগুলির মতো এবার পশ্চিমবঙ্গেও দামি গাড়ি ব্যবহার করে রাতের অন্ধকারে গরু চুরির অভিযোগ। পুলিশের তাড়া খেয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মারল গাড়ি। আহত চালক রফিক খান। তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির আরও ২ আরোহী পলাতক।
ঠিক কী ঘটেছিল?
বৃহস্পতিবার গভীর রাতে একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার টহদারি ভ্যানে থাকা পুলিশকর্মীদের গাড়িটি দেখে সন্দেহ হয়। গাড়িটিকে ধাওয়া করে তারা। পুলিশের ইশারায় দাঁড়ানোর বদলে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে গাড়িটি। তখনই সোনারপুরের বারেন্দ্রপাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে গাড়িটি ধাক্কা মারে। আহত হন চালক। আহত অবস্থায় গাড়ি ছেড়ে পালায় ২ ব্যক্তি।
অবাক পুলিশ
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কাছে গিয়ে পুলিশকর্মীরা দেখেন, ইনোভা গাড়ির পিছনের সিট নেই। সেখানে বসে রয়েছে গরু। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় তারজন্য ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।